Home > My Works, PHP > বাংলা পিএইচপি বই

বাংলা পিএইচপি বই

গত কাল এক বন্ধুর জন্য পিএইচপিএর বাংলা বই কিনতে গিয়েছিলাম নিলক্ষেত। কিন্তু বইয়ের অবস্থা দেখে খালি হাতেই বাড়ি ফিরলাম। কি আর বলব তাদের বইয়ের কোয়ালিটি। মোট 2 টি বই পেয়েছিলাম। 1তম টায় দেখলাম পিএইচপি আর মাই এসকিউল ইনেস্টলশেন করতে করেতই অর্ধেক বই শেষ বাকিটা যা্ষ্ট ম্যানোয়ালের ট্রানসলেশন। আর দ্বিতীয় বইটিতে দেখলাম যা আলোচনা করা দরকারঁ তার সম্প্রর্কে খুব কমই লিখেছে। শুধু আজে বাজে কথায় ভর্তি।

আমি খু্বই হতাশ হলাম। চিন্তা করছি সময় করতে পারলে একবার চেষ্টা করে দেখব, একটা পিএইচপি বই লেখতে পারি কিনা যা দিয়ে যে কোন ব্যক্তি অন্তত বেসিকটা ভালভাবে বুঝে শিখতে পারবে।

Categories: My Works, PHP Tags:
  1. July 18th, 2007 at 11:25 | #1

    তোমার নিজের বাংলা বানানের যা অবস্থা তাতে বই আর কেউ পড়তে পারবে বলে মনে হচ্ছে না!!!

  2. July 18th, 2007 at 11:57 | #2

    ভালই বলেছেন অমি ভাই, বই যদি সত্যিই লেখি, তা হলে আপনাকে প্রুপ চ্যাক করতে দেব। তা হলেই প্রবলেম সলভ। 🙂

  3. Tanvir
    July 25th, 2007 at 18:17 | #3

    আপনি বই লিখে ফেলেন।
    বানান নিয়ে মাথা ঘামানোর জন্য বানান বিশারদ রা তো আছেই!!!!

    এমন কাওকে দিয়ে প্রুফ দেখিয়ে নিলেই হবে।

  4. August 1st, 2007 at 16:55 | #4

    I want to be a part of it.

  5. August 2nd, 2007 at 22:12 | #5

    মিজান ভাই, আপনাকে পাশে পেলে খুব ভাল লাগবে।

  6. chittagong
    August 28th, 2007 at 13:50 | #6

    বই তাড়াতািড় িলখেবন
    taratari liken amra wait kor c…….

  7. September 1st, 2007 at 15:30 | #7

    ভাইরে বইলেন না । আমিও একটা বাংলা বই কিনছিলাম “ওয়েব ডাটাবেজ এ্যাপলিকেশন” MySQL-PHP – রাইটার মোজাহেদুল ইসলাম ঢেউ

    ছোটখাট কিছু বিষয় শিখেছিলাম । তবে বইটা পিএচপি মাইএসকিউএল মিশিয়ে জগাখিচুড়ি করে ফেলেছে। পিএচপি নিয়ে আলোচনা শুরু হতে না হতেই পিএচপি ফাংশন নিয়ে কেয়েক পেজ লিখেই সোজা মাই এসকিউএল পিএচপি প্রজেক্ট শুরু।

    মাই এসকিউএল পরে আগে পিএচপি নিয়ে আরো ভালোভাবে আলোচনা করত। তার উপর আবার রেফারেন্স সিডিটা ছিল করাপ্টেড। হাল ছেড়ে দিলাম।

    আচ্ছা আপনি আর হাসিন ভাই মিলে শূধু পিএচপি নিয়ে বাংলায় বই লেখার চেষ্টা করুন। হাসিন ভাই তো মারহাবা প্যাকেটপাবলিকেশনের জন্য দারুন দারুন বই লিখছে। আপনেরা দুজন পিএচপি এক্সপার্ট পিএইচপি নিয়ে বাংলায় বই লিখলে তা দারুন হবে।

    আমিও চেষ্টা করছি জুমলা নিয়ে একটা ফ্রি ই বুক লেখার 🙂

    কালকে ই-বুকটার জন্য ফ্রন্ট কভার বানালাম 🙂

    http://forum.projanmo.com/p21729.html#p21729

  8. November 19th, 2007 at 18:04 | #8

    ঢেউ এর খপ্পের আমিও পড়েছিলাম। ফালতু বই। php বাংলায় ভাল কোন বই হলে আমাদের উপকার হবে।

  9. November 19th, 2007 at 18:06 | #9

    ইংরেজী ভাল বই কোনটি? জানালে উপকৃত হব।

  10. December 16th, 2007 at 13:16 | #10

    আমার মনে হয় কষ্ট হলেও প্রোগ্রামিং এর জন্য ইংরেজি বই পড়া উচিৎ। কারণ কেউ যদি প্রোগ্রামিং এর একটা ইংরেজি বই পড়ে তাহলে পরেরটা পড়তে কষ্ট হবে না। আর বই কেনার আগে অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নেওয়া উচিৎ। আমি আমার প্রোগ্রামিং জীবনের শুরুতে c শেখার জন্য নিটনের একটা বই কিনেছিলাম। কিন্তু পরে দেখলাম ইংরেজি বই ই বেশি সহজ। ধূর কথা বেশি বলে ফেললাম…

  11. December 26th, 2007 at 20:40 | #11

    মিঞা
    বৈ লিখার কি হৈলো?

    :p

  12. January 30th, 2008 at 18:15 | #12

    ভাইরে ঢেউয়ের কবলে আমি নিজেও পড়েছিলাম। আমি শুধু মনে করেছিলাম যে আমি শুধু একা পড়েছি এখন দেখছি আপনারা অনেকেই পড়েছেন। বইটি কিনে কি শিখতে পারলাম তাই শিখতে পারিনি। বইটিতে আজে বাজে কথা বলে শুধু পৃষ্ঠা বাড়িয়েছেন। আর সিডিটি তো রান করাই সমস্যা। রাগে দুখে আর PHP ই শিখলাম না। যদি ভাল কোন বাংলা বই পাই তাহলে চেষ্টা করে দেখব। আর ইংরেজী ভাল কোন বইয়ের নাম আমাকে কেউ মেইল করতে পারেন? যেই বই বাংলাদেশে কিনতে পাওয়া যাবে?

  13. June 10th, 2008 at 09:40 | #13

    কিন্তু পিএইচপি শিখতে হরে কি করতে হবে?

  14. Wadud
    May 20th, 2011 at 01:39 | #14

    brother,I am a learner of Web design and development.And I want to become a freelancer so I want to know What kind of work usually done by PHp in freelancing.And how to make a email service site(like yahoo,gmail,hotmail).

  15. mahmud
    July 7th, 2011 at 09:17 | #15

    I am learning C and want to be a php expert. Please give me some guide line

  16. December 1st, 2011 at 21:42 | #16

    পিএইচপি শিখতে গিয়ে বাংলা বানান নিয়ে মাথা ঘামানো ই উচিত

  17. June 5th, 2012 at 19:48 | #17

    banglay ki kono php er book pawa jabha..

  1. No trackbacks yet.

57 queries in 0.092 seconds