Archive

Archive for the ‘my bangla blog’ Category

ব্লগ ভার্সন ৩ ও আমার কিছু কথা

December 20th, 2007 No comments

সা.ইন. ব্লগ ভার্সন ৩ প্রকাশিত হল গতকাল, প্রায় ৩৪ ঘন্টা কাজ করার পর। এই দির্ঘ সময় কাজ করার সময় মিজান ভাই (ব্লগ ডেভলপার টিমের লিড) এবং মোর্শেদ ভাই ছিলেন আমাদের সাথে। এছাড়াও ব্লগ টিমের অন্যান সকল সদ্স্য তাদের সেরা কাজটি দেখিয়েছেন। ব্লগটিমের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ তাদের স্ব স্ব আবদানের জন্য।

এবার আসা যাক আমার এই পোস্টটি লেখার মুল কারনে।

এই পোস্টে আমি ঐ ৩৪ ঘন্টা কাজের অভিজ্ঞতা শেয়ার করব। <img mce_tsrc=

ব্লগ ভার্সন প্রথমে রিলিজ হওয়ার কথা ছিল ১৬ই ডিসেম্বর রাতে। যা কিনা সম্ভব হয়নি বিদ্যুতের স্পেশাল পারফরমেন্সের কারণে। যার ফলে ১৫ই ডিসেম্বর রাত ৯ টায় সবাই যার যার বাসায় ফিরে যেতে হয় মন খারাপ করে। তারপর ১৭ই ডিসেম্বর সকাল ৮:৩৫ মিনিটে অফিসে পৌছালাম (আমি সাধারনত ১১ টার আগে আসি না)।

তার পর শুরু হয় ব্লগের অন্যান্য সদস্যদের জন্য অপেক্ষা। ঘন্টাখানিকের মধ্যেই মোটামোটি সকলে হাজির। এরপর চলতে থাকে কাজ। কোডের ফাইনাল টাচ (তখনো নতুন ডিজাইন হাতে আসে নি)।

বিকাল ৪টায় ব্লগ সার্ভার ডাউন করার ঘোষনা দেওয়া হল। কিন্তু বিভিন্ন কারণে শেষ পর্যন্ত ৪:৫০ মিনিটে ব্লগ ডাউন করে শুরু হল মুল কাজ। সাধারনত সার্ভার রিলেটেড কাজ গুলি আমি করে থাকি। তো বসে গেলাম আমি আমার প্রিয় ডেল ল্যাপটপ নিয়ে নতুন সার্ভার + পুরান সার্ভার মধ্যে সকল ডাটা ট্রান্সফারের জন্য। সার্ভারে ডাটা ট্রান্সফারের কাজ চলতে চলতে আমরা ২ গেইম টেবিল টেনিস মেরে আসলাম। রাত ৮টার দিকে আমি , মিজান ভাই, মোর্শেদ ভাই ও রাশেদ ভাই ছাড়া সবাই চলে গেল।

রাত ৯:৩০ এর দিকে রাশেদ ভাই ওনার গাড়ির ড্রাইভারকে দিয়ে পুরান ঢাকা থেকে মামা বিরানি আনতে পাঠালেন। কিন্তু ড্রাইভার তার মিশনে ব্যার্থ হয়ে অন্য মোরগ পোলাও নিয়া আসল। কি আর করা <img mce_tsrc= । তবে পেটে প্রচন্ড খিদা থাকায় খেতে বড়ই ভাল লেগেছে , (এমনকি আমি একলাই ২ টা শাবার করেছি)।

এর পর রাত ১২ শুরু হল সব চেয়ে ঝামেলার কাজ, পুরানো ডাটাবেইসের সকল ডাটা ইউনিকোডে কনভার্ট করার। কাজ ভালই চলছিল , রাত ২ টার দিকে মিজান ভাই আবিষ্কার করল আমি ডাটাবেইস ভুলটায় কাজ করছি। এটা হল গত সপ্তাহে ব্যাকাপ নেওয়া ডাটাবেইস, কারেন্টটা না <img mce_tsrc= । বুঝেন অবস্থা । আরেকটু হলেই দিত মাইর <img mce_tsrc=। কি আর করা ২ টা ঘন্টা পুরা মাটি।
তো ডাটা বেইস চেইন্জ কইর আবার কাজ শুরু হল। এর মধ্যে বাধা সৃষ্টি করল শ্রদ্ধেয় গুগল বট, মামু আর টাইম পায়নাই ইনডেক্সিং কারার জন্য। তার ফলে কনভার্টের গতি গেল কমে। ৩ ঘন্টার কাজ শেষ হল ৫-৬ ঘন্টায়। হইল সকাল , কিন্তু কাজ তখনো অনেক বাকি। আমাদের সবচেয়ে বড় ঝামেলা হল আপনার খুশি হয়ে যে ইমেইজ গুলি আপলোড করেন সেগুলো। তার সংখ্যা ৫০ হাজারেরও বেশি। নতুন ভার্সনে ইমেইজ হেন্ডলের পদ্ধতি ভিন্ন। সব গুলি ইমেইজের ২ টি করে অন্য সাইজের কপি তৈরি করতে হবে। সেই কাজ চলতে থাকল।

ইমেইজের কাজ শেষ হলে ব্লগ টিম সেটার উপর টেস্টিং শুরু করল। তারপর ১ টা ৪০ মিনিটের দিকে গ্রিন সিগ্যনাল পেলাম। সো আমি ওয়েব সার্ভারের সেটিং চেইন্জ করে দিলাম রিস্টার্ট। ব্লগ আপ <img mce_tsrc= সম্পুর্ন অফিস যুরে হুররে বলে চৎকার উঠল। সেই এক মজার অনুভুতি <img mce_tsrc=

তারপর জানা ভাবী কেক নিয়ে আসল। এবার কেক খাওয়ার পালা। <img mce_tsrc=

কেক খাইয়া ফটোসেশন হইল, মোই পোজ দিলাম <img mce_tsrc=। কিছু ছবি শেয়ার করলাম।

আরো ছবি দিমু পরে । আপতত এই দুইটা দেখতে থাকেন। <img mce_tsrc=

Categories: my bangla blog Tags:

হোস্টিং এর স্পেইস লাগবে, স্পেইস?

November 12th, 2007 7 comments

আমার ওয়েব হোস্টিং একাউন্টে প্রচুর (২০০ + গি.বাইট) স্পেইস পরে আছে। বছরে এতোগুলি টাকা বিল দিয়ে খালি ফেলে রাখতে ভাল লাগছে না। আপনাদের কারো লাগল বলেন, দেই ফ্রী-তে, সাব ডোমাইন দিয়ে অথবা নিজেদের ডোমাইন কিনা থাকলে বলেন, সেটাই হোস্ট কইরা দেই (shell access সহ) ।

অথবা কেও যদি চান subversion repository ও হোস্ট করতে পারেন।

Categories: my bangla blog Tags:

কি হচ্ছে আমাদের এই দেশে

November 5th, 2007 No comments

আমাদের সরকার রাঘব বোয়াল ধরতে ব্যস্ত। তেনারা দেশটাকে রাতারাতি পরিবর্তন করে ফেলবেন। বাংলাদেশ ২০০৮ সালে ইনশআল্লাহর সমগ্র প্রৃথিবিতে আদর্শ রাষ্ট্র হিসাবে পরিচিতি পাবে ।

দাড়ান দাড়ান, এত খুশি হবার কিছু নাই। এই সব শুধু মাত্র আমাদের দেশের ১১ জন বুজুর্গ ব্যক্তি এর ধারনা। যাই সেটা নিয়া আমার কোনই মাথা ব্যাথা নেই। কারণ আমি ২ পয়সার মানুষের দলের। আমারে তারা সোধরানোর কিছু নাই।

এবার আসেন আসল কথা কই। সরকার ঐসব রাঘব বোয়াল ধরতে গিয়া, যেই জনগনের লাইগা ক্ষমতায় বসছে, সেই জনগনরে নিয়া কোন চিন্তা নাই। বরং তারা মধ্য বিত্তকে নিয়ে উপহাস করছে কিছুদিন পর পর। যেমন: বেগুনের দাম বাড়ায় সেটা সলভ না করে বলে “আপনারা বেগুনি না খেয়ে পেপেনি খান”। অন্য সময় হলে এই কথা নির্ঘাত হেসে ফেলতাম। কিন্তু তখন হাঁসতে পারিনি, এখনো পারছি না। এখন বাজারে যেয়ে কেও যদি খুশি মনে বাড়ি ফিরতে পারেন তাহলে আমি তাকে ১০০ টাকা পাঠাব (একটু আগে আরেকটা পোস্ট পড়ে টাকার অংকটা মাথায় ঘুরছে, তাই লেখে ফেল্লাম )।

এবার আসা যাক এই পোস্ট লেখার মুল কারণে, আপনি কি লক্ষ্য করেছেন, রাস্তাঘাটে ছিনতাই, মলম পাটি, ফ্রড -দের সংখ্যা কি পরিমান বেড়েছে। আপনাদের তো আমার একটা করুন অভিজ্ঞতা বলা হয়নি। আমি লাস্ট ২ মাসে ১ বার ছিনতাই ও ১বার মলম পার্টির কবলে পরে টোটাল ৪ টি মোবাইল ও কিছু নগদ টাকা (ক্রেডিট কার্ডের যোগে সাথে নগদ টাকা থাকে না), যার মুল্য প্রায় ৪০০০০ টাকা (ল্যাপটপটা প্রতিবার কেমনে জানি বাইচা গেছে )। আমার সখের এই ল্যাপটপ এখন আর অফিসে ব্যবহার করি না। আমাদের অফিসের আরেক কলিগের ল্যাপটপ গতকাল গেছে। তো আপনি বলেন সরকার আমাদের কি নিরাপত্ত দিল।

আমি প্রায় সময় ভাবি, মাসে মাসে যে এতো গুলা টাকা ট্যাক্স বাবদ যায়, সেটা আমি কেন দিচ্ছ। তারাতো আমার প্রতি তাদের দায়িত্বের কিছুই পালন করছে না।

তাই আবারো বলছি, “কি হচ্ছে আমাদের এই দেশে”।

**সম্ভব হলে রেটিং দিন, আমারোতো সখ আছে টপ রেটেড লিস্টে উঠার ।

Categories: my bangla blog Tags:

খুবি ভাল নেট কানেকশ

November 4th, 2007 3 comments

ঢাকা শহরের বেস্ট নেট কানেকশ কোনটি বলতে পারেন? আমার খুবি ভাল একটি নেট কানেকশন দরকরার বাসার জন্য। যা যা থাকতে হবে:
১. মাসে সর্বোচ্চ ডাউনটাইম ১/২ দিন
২. স্পিড অন্তত ২৫৬ কি.বিট +
৩. কোন পোর্ট বন্ধ থাকবে না
৪. অন্যকোন রেস্ট্রিকশন থাকবে না
৫. সম্ভব হলে একটি রিয়েল আইপি (স্টেটিক)
আমার বাজেট সর্বোচ্চ ৩০০০ টাকা/মাস। আর সেটাপ ফি সমস্যা হবে না

আপনাদের জানা আছে কোন কোম্পানি এই সুবিধা দিতে পারবে?

Categories: my bangla blog Tags:

কি যে করি (ব্লগ সমস্যা)

October 28th, 2007 1 comment

খুবই খারাপ অবস্থা। হাতে প্রচুর কাজ। কিন্তু কিছুই করা হচ্ছে না। কারণ ঘুম থেকে উঠার পর থেকেই ব্লগ পরেই সময় পার করছি। শুধু এখন নয়, প্রায় প্রতিদিনই অন্তত ৪/৫ ঘন্টা ব্লগ পড়তে পড়তে যায়। যার ফলে হাতের কাজ গুলি সময় মত শেষ করতে পারছি না। ব্লগ পড়াটা নেশার মত হয়ে গেছে (যদিও আমার জবেরও অংশ)। ইন্টারনেট এর কানেকশনটা অন করার পর সর্বপ্রথম যে সাইটি ওপেন করি তা হল এই ব্লগ। কি যে করি

Categories: my bangla blog Tags:

উবুন্তু ৭.১০ সিডি

October 25th, 2007 No comments

ব্লগে বেশ কিছু লিনাক্স ব্যবহারে আগ্রহি ব্লগার আছেন, তাদের সুবিধার জন্য এই মাত্র উবন্তু ৭.১০ ডাওনলোড করলাম। কারো প্রয়োজন হলে সা.ই. অফিসে এসে সংগ্রহ করতে পারেন (একটি ব্লেংক সিডি আনতে ভুলবেন না )

Categories: my bangla blog Tags:

একটি সুপ্ত বাসনা

October 23rd, 2007 No comments

কার কাছে যেন শুনেছিলাম সকল বাঙ্গালীর মধ্যে কিছুটা হলেও কবি ভাব আছে/থাকে।

আমার কথা টি সত্যি মনে হয়েছে। কারণ, মনে আছে, খুব ছোট বেলায়, আমি একবার আমার স্কুলের খাতার পিছনে ২ লাইনের একটা কবিতা লিখেছিলাম (যতটুকু মনে পরে তা ছিল প্রেমের কবিতা )। যাকিনা আমার শ্রদ্ধেয় মাস্টমশাই পরে খুব হেঁসে ছিল, আর আমি লজ্জায় কবিতা লেখা ছেড়ে দিলাম।

আপনারা হয়ত বিশ্বাস করবেন না, আমার খুব হিংসা হয় কবি, সাহিত্যিকদের।

আমার সব সময় মনে হয, অর্থিক দিক থেকে তারা খুব বেশি সুবিধা করতে না পারলেও তাদের লাইফ স্টাইলে রয়েছে অন্য ধরনের ছন্দ, তারা আমাদের চেয়ে অনেক উপরের স্তরের মানুষ। খুব ইচ্ছে করে তাদের মত কাঁধে চটের ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়াতে। হয়ত একদিন সব কিছু ছেড়ে, ছুড়ে ফেলে দিয়া বেড়িয়ে যাব অজানার পথে।

Categories: my bangla blog Tags:

তথ্য দরকার

October 22nd, 2007 1 comment

আমি গতকাল মোবিকমের ইডিজিএ মডেম কিনেছি। এবং জিপি এর কানেকশন ব্যবহার করছি। সব কিছুই ঠিক আছে, শুধু একটি প্রবলেম করছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ওয়েব ব্রাউজ করা যাচ্ছে না। কিন্তু কনেকশন স্টেটাস দেখাচ্ছে কানেকশ ঠিক আছে বা চলছে।

আপনারা যারা গ্রামীনের ইন্টারনেট ব্যবহার করছেন, তারা কেউকি এই প্রবলেম ফেইস করছেন ?

Categories: my bangla blog Tags:

সাপেড় খেলা

October 17th, 2007 No comments

ঈদের আগের দিন বাড়িতে আমাদের এলাকার সাপুড়ে কে ডেকে ছিলাম সাপেড় খেলা দেখানোর জন্য। আপনাদের সাথে শেয়ার করলাম খেলার ভিডিওটি।
ডাউনলোড করুন

Categories: my bangla blog Tags:

somewherein… এর নতুন অফিস

September 30th, 2007 1 comment

গত ১৭ই সেপ্টম্বর, আমরা নতুন অফিসে শিফট করি। অফিসের ডেকোরেশনের কাজ এখনো শেষ হয়নি। আমার মোবাইল ফোনটি দিয়ে কয়েকটি ছবি তুলেছিলাম নতুন অফিসের। আপনাদের সাথে শেয়ার করলাম।

Categories: my bangla blog Tags:
66 queries in 0.108 seconds